যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান প্রতিরোধ করতে ইউএনও এর বিরুদ্ধে মিথ্যা গুজব
মো.সুমন হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রাম হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ করতে উদ্যোগ নেয় হাটহাজারী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রতিরোধ করতে কিছু অসাধু অবৈধ দখলকারী সরকারি জায়গা দখল ও উচ্ছেদ অভিযান বন্ধ করতে হাটহাজারী উপজেলা প্রশাসন (ইউএনও )এর বিরুদ্ধে মিথ্যা গুজব রটানোর চেষ্টায় তীব্রতায় হতভম্ব ইউএনও রুহুল আমিন। সোমবার (২০ জানুয়ারী) হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে টানা দুইদিন কাজ শেষে বিকাল ৫ ঘটিকায় উচ্ছেদকৃত অভিযানের মালামাল সরাতে গিয়ে ইটের অংশ পড়ে একজন শ্রমিক গুরুতর আহত। তাৎক্ষনিক আহত ব্যাক্তিকে উদ্ধার করে স্থানীয় একটা ক্লিনিকে নিয়ে গেলে অবস্তার অবনতি হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপিটালে পাঠানো হয়। এবং চট্টগ্রাম মেডিকেল (চমেক) প্রেরন করার পর আহত শ্রমিকের মৃত্যু। যানজট নিরসন ও অবৈধ দখলমুক্ত উচ্ছেদ অভিযান বন্ধ এবং উপজেলা প্রশাসন (ইউএনও )কে বদলি করতে কিছু কুচক্রমহল অবৈধ দখলকারী এমনি একটি মিথ্যা ঘটনা রটানোর অপ্রচেষ্টা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) বিরুদ্ধে। হাটহাজারী উপজেলা প্রশাসন উদ্যোগ যানজট নিরসন ও অবৈধ দখলকারী থেকে দখলমুক্ত উচ্ছেদ অভিযান বন্ধ এবং হাটহাজারী উপজেলা প্রশাসন (ইউএনও) কে বদলি করার অপপ্রচেষ্টা চালিয়ে এমন একটি মিথ্যা ঘটনা রটানোর তীব্রতায় হতভম্ব উপজেলা নির্বাহী অফিসা মো.রুহুল আমিন। উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান,ঘটনার তীব্রতায় আমি হতভম্ব!! হাটহাজারী বাসস্ট্যান্ডের যানযট নিরসনে রাস্তা অবৈধ দখলমুক্ত করতে টানা দুইদিন কাজ করে আজ ৫ টার দিকে আমি ফিরে আসি অফিসে। ৫.৪০ মিনিটে শ্রমিক নেতাদের সাথে আলোচনা শেষ করি পরবর্তীতে কিভাবে এগুতে হবে সেই বিষয়ে ।এমন সময়ে খবর পাই এক লোক উচ্ছেদকৃত জায়গা থেকে মালামাল সরাতে গেলে তার মাথায় একটি ইটের অংশ পড়লে তিনি আহত হন যদিও সবাইকে বলা হয়েছে সব প্রশাসন পরিষ্কার করে দিবে।তাকে তাৎক্ষণিকভাবে প্রথমে স্থানীয় একটা ক্লিনিকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এবং কিছুক্ষণ পরেই ভয়াবহ গুজব-ইউএনও স্কেভাটার দিয়ে একজন লোককে মেরে ফেলেছেন। ইউএনও'র স্কেভাটার এর আঘাতে একজন নিহত। সবাই বাসস্ট্যান্ডে জড়ো হও,পরিবহন বন্ধ করো,রাস্তা অবরোধের ডাক দেয়া হয়।বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়ে গেলেন রাস্তা চওড়াকরণ উদ্যোগের ঘোর বিরোধী এক নেতা।মুহুর্তেই সবাই এক হয়ে গেল ইউএনও'র বিরুদ্ধে। গত এক বছরের যত শুভাকাঙ্খী ছিলেন তাদের ৯০ ভাগই এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে চলে আসলেন বাসস্ট্যান্ডে। এমনকি যাদের জন্য রাস্তা চওড়া হচ্ছে তারাও বললেন,ইউএনও কে এসব করতে কে বললো? সাংবাদিকদের জনৈক মোর্শেদ খবর দিলেন,আমরা ইউএনওর বিরুদ্ধে আন্দোলন করবো তিনি একজন মানুষ মেরে ফেলেছেন। একজন ফোন দিয়ে জানালেন,বিভাগীয় কমিশনার স্যারের পক্ষ থেকে ইউএনও প্রত্যাহারের ঘোষণা আসার জন্য আন্দোলন করবে।জেলা প্রশাসক এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মহোদয় এর সার্বিক সহযোগিতায় এবং হাটহাজারী মডেল থানার ওসি সাহেব তার সর্বশক্তি নিয়ে মাঠে নামার ফলে আজ কোনো বড় অঘটন ঘটেনি,রাস্তা অবরোধ হয়নি,কোনো গাড়িতে আগুন লাগেনি।ইন্সপেক্টর তৌহিদ সাহেব খুব দৃঢ়ভাবে মাঠে অবস্থান নিয়েছিলেন গুজবের রিরুদ্ধে ।ওসি তদন্ত রাজিব শর্মা চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে রোগীর খোজখবর নিয়ে দেখলেন তিনি সুস্থ আছেন।তিনি আরো বলেন হাটহাজারীর সাংবাদিকরা এই গুজবের ডালপালা মেলতে দেন নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অল্পকিছু শুভাকাঙ্ক্ষী যারা এই গুজব প্রতিরোধে আমার পাশে থেকে ভাল ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বাসস্ট্যান্ডের যানযট নিরসনে ইউএনর কাজ কে থামানোর জন্য মিথ্যা গুজবে কান না দিয়ে টানা ৩য় দিনের মত যানজট নিরসনে ও অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

No comments