
সামনে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে, এ সিরিজেই আপনি এবার মাঠ থেকে বিদায় নিতে চান, নাকি অভিমান করেছেন? এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘অভিমান আমার মধ্যে নেই। অবসর তো আমাকে সবাই করিয়েই দিয়েছে। আমি নিজেও হয়তো সে জায়গায় অবস্থান করছি। আমি আসলে এখনো খেলছি, এনজয় করছি। কিন্তু মাঠ থেকে এখনো অবসর নেব কি নেব না সেব্যাপারেসিদ্ধান্তনিইনি। বোর্ড এ নিয়ে চিন্তা করলে হয়তো আমিও ভাবব
আমি নিজেকে অতটা গুরুত্ব দিই না যে, মাঠ থেকে বিদায় নিতেই হবে। সবাই আমার জন্য ফুলের তোড়া নিয়ে আসবে। আমি যেমন আছি ভালো আছি। খেলছি। সব সময় যে জাতীয় দলেই খেলতে হবে এমন কোনো কথা নেই। ’
No comments