রুপালী ঝর্ণায় ডুবে ঢাকা আইডিয়াল কলেজের ১ ছাত্রের মৃত্যু
তপন চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি :বান্দরবানের রুপালী ঝর্নায় গোসল করতে নেমে রাজধানী আইডিয়াল কলেজ ছাত্রের
পানিতে ডুবে মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী রাজধানী আইডিয়াল কলেজ
ছাত্র তাহাসান আহমেদ (১৭) পিতাঃ জান্নাতুল বাকী মাতাঃ শিরিন জান্নাত
ঠিকানাঃ ৪৫৯/ডি,আই,টি রোড় ওয়েস্ট রামপুরা, ঢাকা। রাজধানী আইডিয়াল কলেজ
আধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান উক্ত কলেজের অধ্যক্ষ,শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ
মোট ১৩১ জনের একটি দল আজ ১০ সেপ্টেম্বর সকাল ৮ টায় শিক্ষা সফরে ঢাকা হতে
বান্দরবান আগমন করে। তারা বান্দরবান শহরস্থ হোটেল হিলটনে বিশ্রাম শেষে উক্ত
রুপালী ঝর্ণাতে গমন করে দুপুর ২ঃ৩০ টায়। ছাত্রছাত্রীরা রুপালী ঝর্ণাতে
গোসল করতে নামলে তার কিছুক্ষন পরে দুর্বল সাঁতারুর কারণে পানিতে তলিয়ে যায়।
সে পানিতে ডুবে যাবার বিষয়টি সহপাঠীরা লক্ষ্য করতে পারলে কয়েকজন সহপাঠী
মোঃ তাহাসান আহমেদকে (১৭) ঝর্ণার পানি থেকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে
বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানা কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত
করে জানান মৃত তাহাসান আহমেদের লাশ বর্তমানে সদর হাসপাতালে ময়নাতদন্তের
জন্য প্রক্রিয়াধীন আছে। তবে অভিবাবকের পক্ষ হতে ময়নাতদন্ত না করার জন্য কোন
প্রকার আবেদন পাওয়া যায়নি। পাওয়া গেলে বিশেষ বিবেচনা করা হবে।

No comments