বান্দরবানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
আহত ব্যাক্তির নাম লাল ডওলিয়ান বম (৩৫)
পিতাঃ লিয়াং এং বম সাং বেথেল পাড়া ৪নং ওয়ার্ড রুমা, বান্দরবান।
প্রত্যক্ষ দর্শী পল বম ও আহত লাল ডওলিয়ান বমের মামা পাথোয়াই বম জানান অদ্য ২৬ আগস্ট আহত লাল রাউলিয়ান বম মোটরবাইক যোগে রুমা যাওয়ার প্রাক্বালে বিপরীত দিক রুমা হতে বান্দরবান আসার উদ্দেশ্যে বিকাল ৩:৩০ ঘটিকায় ছেড়ে আসা বাস সুগন্ধা সার্ভিস চালক মোঃ জামাল সাং হাফেজ ঘোনা, বান্দরবান সদর,বান্দরবান মুরুং বাজার পৌঁছানোর পূর্বের খোদা হাফেজ সাইনবোর্ডের মোড়ে হরণ ছাড়া দ্রুতগতিতে এসে বাসে ধাক্কা দেন। এতে ঘটনাস্তলে গুরুতর আহত হয়ে লাল রাউলিয়ান বম মাটিতে লুঠিয়ে পড়ে। এ অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আহত লাল ডওলিয়ান বম বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

No comments