Recent comments

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত হল কলেজ ছাত্র জাকির হোসেন

নগরে ছুরিকাঘাতে জাকির হোসেন সানি নামে এক কলেজ শিক্ষার্থী খুন
নগরে ছুরিকাঘাতে শেখ জাকির হোসেন সানি(১৯) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে নিহত ওই তরুণ ঢাকার একটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে
সন্তানকে হারিয়ে মায়ের আহাজারী কিংবা আদরের ভাইকে হারিয়ে বোনের বেদনা কোনটিই যেন সহ্য করার নয়, নগরীর জাকির হোসেন সড়কস্ত এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হওয়া  ।
 সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কে এমইএস কলেজের সামনে  শেখ জাকির হোসেন সানীকে ছুরিকাঘাত করে নিসংশভাবে খুন করা হয় ।
বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে জাকির হোসেন সানিকে সহপাঠিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বলেন, দুপুরে এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে একজন তরুণ আহত হয়। ওই তরুণ ঢাকার এক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে পরিবার। বিষয়ে আমরা অভিযুক্ত আসামিদের আটক করার চেষ্টা চালাচ্ছি এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা তদন্ত করে দেখছি
নিহত শেখ জাকির হোসেন সানি (১৮) দক্ষিণ খুলশী এলাকার আবদুল মান্নানের ছেলে। জাকির হোসেন সানি ওমরগণি এমইএস কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে ভর্তি হয়েছিলেন। পরে তিনি ট্রান্সফার হয়ে ঢাকায় একটি কলেজে ভর্তি হন বলে জানা গেছে।

No comments