Recent comments

ব্রেকিং নিউজ

পটিয়ার খানমোহনা বসতঘরের আসবাবপএ ভাংচুর আটক ২



আরিফুল ইসলাম,পটিয়া  প্রতিনিধি:- 

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে ২ নং ওয়ার্ড খানমোহনা হাজী হাপেজ আহমদ বাড়িতে   মোঃ হারুনুর রশিদ নামে এক ব্যাক্তির জায়গা ও পুর্বশক্রতার জের ধরে  প্রতিপক্ষরা  বসতঘরর  জানালা, গেইট, ঘরের লাইট সহ বিভিন্ন  আসবাবপত্র ভাংচুর লুটপাট  করেছে মর্মে  অভিযোগ পাওয়া  গেছে । ঘটনাটি  ঘটেছে   দুইদফা গত ১২ আগষ্ট রাত সাড়ে  ৮ ও  রাত সাড়ে ১১ টায়।  এঘটনায়  মৃত হাজী হাপেজ মীর আহমদ এর ছেলে মোঃ হারুনুর রশিদ বাদী হয়ে  একই এলাকার গোলাম সরওয়ার, গোলাম কিবরিয়া, গোলাম মাহমদ,সুজন, মোঃ তানজির এর বিরুদ্ধে পটিয়া  থানায়  মামলা নং ১৮ দায়ের করেছে । 

মামলার এজাহার সুএে জানাযায় , দীর্ঘদিন যাবত গোলাম সরওয়ার - গোলাম কিবরিয়া সাথে মোঃ হারুনুর রশিদ এর বাড়ির পুকুর পাড়ের জায়গা নিয়ে  বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১২ আগষ্ট রাতে দুইদফা মোঃ হারুনুর রশিদের বসতঘরে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর তান্ডব চালিয়ে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

 এঘটনার সত্যতা পেয়ে পটিয়া থানার মামলা রুজু হলে গত ১৫ আগষ্ট রাতে পটিয়া থানার পরিদর্শক এস আই মাহমুদ হাসান মিল্টন অভিয়ান চালিয়ে গোলাম সরওয়ার, গোলাম মাহমদকে আটক করে জেল হাজতে প্রেরণ করে বলে জানান থানার ওসি মোঃ বোরহান উদ্দিন।

 মোঃ হারুনুর রশিদ জানান, আমার বসতঘর ভাংচুর তান্ডব চালিয়ে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং আমার ছোট ছেলে মেয়ে সহ আমার পরিবার পরিজন চরম নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছে। 

প্রতিপক্ষরা মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। সে এ ব্যাপারে পটিয়ার এমপি  হুইপ  আলহাজ্ব  শামসুল হক চৌধুরী ও পটিয়া  থানার ওসি  মোঃ  বোরহান  উদ্দিনের  হস্তক্ষেপে  কামনা করেছে। 


No comments