Recent comments

ব্রেকিং নিউজ

পুষ্পিতা বড়ুয়া পুষ্পা জিপিএ ৫ পেয়েছে



রাউজান থানার বৈদ্যপাড়া গ্রামের বর্তমানে পাবনায় বসবাসরত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা প্রয়াত ফনিভুষন বড়ুয়ার নাতি ও ব্যাবসায়ী খোকন বড়ুয়া ও অপর্না বড়ুয়ার জৈষ্ট মেয়ে পুষ্পিতা বড়ুয়া পুষ্পা রাজশাহী বোর্ড থেকে এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছে । পুষ্পা পাবনা সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী । 

তার ছোট বোন শ্রাবনী বড়ুয়া ও ঐ বিদ্যালয়ের ছাত্রী ।তার এই সাফল্যের পেছনে মা, বাবা জেটু সহ পরিবার এবং শিক্ষকদের অবদানের কথা স্বীকার করেন ।

 ভবিষ্যতে সে একজন ডাক্তার হতে চান । উল্লেখ্য পুষ্পিতা বড়ুয়া সাংবাদিক রতন বড়ুয়ার ভাগ্নি । সে সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন ।

1 comment:

  1. Congratulations. You are very nice beautiful sweet quite excellent extra ordinary jinius and the great Heroine. God bless you and your family.

    ReplyDelete