Recent comments

ব্রেকিং নিউজ

বান্দরবানে ৯৩ লিটার দেশীয় চোলাই মদসহ আটক ৫

তপন চক্রবর্তী বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে ৯৩ লিটার দেশীয় চোলাই মদ নিয়ে ৪ নারী সহ ৫ জনকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন নুমিপ্রু মার্মা(৩০) স্বামী মংপ্রু মার্মা,বেতছড়া মেরাই পাড়া,৪নং ওয়ার্ড তারাছা ইউপি থানা রোয়াংছড়ি, ক্র্যামেনু মার্মা(২৫) স্বামী উবাশিং মার্মা ৫নং ওয়ার্ড তারাছা ইউপি থানা রোয়াংছড়ি, মাঞো মার্মা (৫০) স্বামী ক্যাখ্যা প্রু মার্মা,নয়াপতং মুখ পাড়া ৩নং ওয়ার্ড তারাছা ইউপি, থানা রোয়াংছড়ি, উমেনু মার্মা (৪০) স্বামী সাহ্লা প্রু মার্মা বাকিছড়া ৫নং ওয়ার্ড ২নং কুহালং ইউপি বান্দরবান সদর, উছহ্লা মার্মা(৩৫)পিতা চিংথোয়াই প্রু মার্মা, ৪নং ওয়ার্ড ২নং কুহালং ইউপি বান্দরবান সদর উভয় বান্দরবান জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার উপ - পুলিশ পরিদর্শক প্রনব কান্তি দাশের নেতৃত্বে সঙ্গীয়দের সাথে বান্দরবান সদর থানাধীন ৪নং সুয়ালক ইউপিস্থ ৭নং ওয়ার্ড বারোমাইল এলাকাস্থ ওয়াই জংশন আর্মি চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দ্যেশ্য মজুদকৃত ৯৩ লিটার দেশীয় চোলাই মদ নিজ হেফাজতে রাখারদ্বায়ে উক্ত ৪ নারী ও এক পুরুষ সহ ৫ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত চোরাই দেশীয় মদের আনুমানিক মূল্য (২৭,৯০০) সাতাশ হাজার নয়শত টাকা।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা উক্ত দেশীয় তৈরী চোলাই মদ মাহিন্দ্র সিএনজি যোগে বান্দরবান সদর হইতে কম দামে ক্রয় করে ওয়াই জংশন বাজার এলাকায় নিয়ে গিয়ে বেশি দামে বিক্রিয় করে। এভাবে বিভিন্ন এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদ সংগ্রহ করে তা দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছে।

 বান্দরবান সদর থানার ইনচার্জ আঃ জলিল সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের আইনানুক ব্যাবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

No comments