Recent comments

ব্রেকিং নিউজ

রাউজানে বঙ্গবন্ধুর জম্ম শত বার্ষিকী উপলক্ষে পুলিশের সহযোগীতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান




লোকমান আনছারী, রাউজান প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উপলক্ষে ১৯ ফেব্রয়ারী রোজ বুধবার
রাউজান থানা পুলিশের সহযোগিতায় চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করে।

সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ ও রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে রাউজান থানার পুলিশ রাউজান ফকির হাট বাজার, রাউজান থানা রোড, রাউজান জলিল নগর বাস ষ্টেশন ও খাসখালী খাল থেকে ময়লা আর্বজনা পরিস্কার করেন।


পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলাকালে রাউজান জলিল নগর বাস ষ্টেশনে সরকারী জনগনের চলাচলের সড়ক দখল করে গড়ে উঠা কাচাঁ বাজার, মাছ বাজার, মাংস বিক্রয়ের দোকানে সড়কের উপর দিয়ে টাঙ্গানো তেরপাল সরিয় নিয়ে যায় পুলিশ ।

রাউজান জলিল নগর বাস ষ্টেশনের জগ্ননাথ সেবাশ্রম মন্দিরের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে আর ,সি, সি ঢালাই করে নির্মান করা জনগনের চলাচলের সড়ক দখল করে পুরো সড়কে সব্জির দোকান মাছ বাজার, মাংস বিক্রয় করার দোকান গড়ে তোলা হয় ।

সড়ক দখল করে কাচাঁ বাজার, মাছ, মাংসের দোকান বিক্রয় করা দোকান গড়ে তেলা হয়েছে। এছাড়া ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে ফলের দেকানের সামনে সড়কের উপর মালামাল রেখে সড়ক দখল করে রেখেছে । রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ বাজার সড়কের উপর গড়ে তোলায় সড়কে প্রতিনিয়ত যানযট সৃষ্টি হয়ে প্রতিদিন হাজার মানুষকে চরম দুভোর্গ পোহতে হচ্ছে ।

রাউজান জলিল নগর বাস ষ্টেশনের জগ্ননাথ সেবাশ্রম মন্দিরের পাশ দিয়ে যাওয়া সড়কটির পুরো অংশ দখল করে সব্জির দোকান মাছ বাজার, মাংস বিক্রয় করার দোকান গড়ে তোলায় সড়কটি দিয়ে কোন যানবাহন ও পথচারী চলাচল করতে পারেনা । সড়কের উপর বসানো বাজার ও জলিল নগর বাস ষ্টেশনের হোটল রেস্তোরা, অনান্য ব্যবসা প্রতিষ্টানের ময়লা আর্বজনা প্রতিদিন খাসখালী খালে ফেলে খালটি ভরাট হয়ে যাচ্ছে ময়লা ও আর্বজনায় । জলিল নগর বাস ষ্টেশনের পোল্টি মুরগী বিক্রয়ের দোকানের মুরগীর বিষ্টা খাসখালী খালে ফেলায় খালের পানি দুষিত হয়ে পড়ছে ।

রাউজান জলিল নগর বাস ষ্টেশনের জগ্ননাথ সেবাশ্রম মন্দিরের পাশে সড়কের বসানো বাজারের ব্যবসায়ীরা বলেন প্রতিদিন প্রতি দোকান থেকে রাসেল নামের এক যুবক রাউজান পৌরসভার কাছ থেকে বাজার ইজরা নেওয়ার কথা বলে ৩০ টাকা করে অর্ধ শতাধিক দোকান থেকে হাসিল আদায় করে।রাউজান পৌরসভা রাউজান জলিল নগর বাস ষ্টেশনে বাজার বসানোর কোন নির্দিষ্ট স্থান না দিয়ে জনগনের চলাচলের সড়কের উপর বাজার বসিয়ে রাসেল নামের যুবক ইজারা নেওয়ার নাম দিয়ে প্রতিদিন টাকা আদায় করছে ।

এ ব্যাপারে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোওেকট দিলিপ কুমার চৌধুরী বলেন রাউজান পৌরসভা রাউজান জলিল নগর বাস ষ্টেশনে এক সময়ে বাজার ইজারা দিলে ও গত দুই বৎসর ধরে জলিল নগর বাস ষ্টেশনে কোন বাজার ইজারা দেয়নি ।সড়ক দখল করে বাজার বসিয়ে রাউজান পৌরসভার কাছ থেকে ইজারা দেওয়ার নাম দিয়ে টাকা আদায়কারীর বিরুদ্বে ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।

রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন মুজিব বর্ষ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন অভিযান করতে রাউজান জলিল নগরে ময়লা আর্বজনা পরিস্কার করার সময়ে সড়কের উপর বাজার বসিয়ে জনগনের চলাচলের পথ বন্দ্ব দেখতে পেয়ে বাজারের দোকানের উপর স্থায়ী ভাবে টাঙ্গানো তেলপাল ও ছাউনি অপসারন করা হয় । খাসখালী খাল ও জলিল নগর বাস ষ্টেশন থেকে ময়লা আর্বজনা পরিস্কার করে রাউজান থানার পুলিশের সদস্যরা।

No comments